পূর্বধলায় আওয়ামী লীগের প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন দাখিল

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ , নভেম্বর ৩০, ২০২৩

পূর্বধলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনসহ ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সহকারী রিটার্নিং অফিসার ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

এছাড়াও জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মো. আনোয়ার হোসেন, ইঞ্জি. মিছবাহুজ্জামান চন্দন, মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির মনোনয়নপত্র জমা দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন। সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আজ ৩০ নভেম্বর শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে, আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com