নেত্রকোনায় বুদ্ধি প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ , জানুয়ারি ২১, ২০২৩
শীতবস্ত্র বিতরণ

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার শহরের জয়নগরে প্রতিষ্ঠিত কামরুন্নেছা আশরাফ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

শুক্রবার (২০ জানুয়ারী) সকালে শিক্ষা প্রতিষ্ঠানের হল রুমে সদর উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শীত বস্ত্র বিতরণ করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।

অন্যান্যের মধ্যে ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মানিক, সমাজ সেবা অফিসার সঞ্জীব চক্রবর্তী , অটিজম বিশেষজ্ঞ গোলাম মোস্তফা এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সেন। বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com