ইট ভাটায় মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ , ফেব্রুয়ারি ১৬, ২০২১

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকা উপজেলায় ইট ভাটায় কাজ করার সময় মাটির স্তুপ ভেঙ চাপা পড়ে আব্দুল রহমান কাল্টু (৪৭) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক আহত হয়। রবিবার(১৪ ফেব্রুয়ারি)দুপুরে উপজেলার খুটামারা ইউনিয়নের ডাঙ্গাপাড়ায় ওহেদুল ইসলামের এইচ এন্ড এস নামে ইটভাটায় এই ঘটনাটি ঘটে। নিহত শ্রমিক উক্ত এলাকার ডাঙ্গাপাড়া গ্রামের মৃত তমেজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইট তৈরির মাটি কাটার সময় মাটির স্তুপ হঠাৎ করে ভেঙ্গে পরলে এ ঘটনা ঘটে।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন ও অপরজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।আহত ওই শ্রমিক পশ্চিম খুটামারা গ্রামের মৃত বেরু বর্মনের ছেলে সুনীল বর্মনকে(৪৫) প্রথমে উপজেলা সরকারি হাসপাতালে ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com