২নং বালিথুবার বিএনপি’র ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন


এমরান হোসেন লিটন: ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবার সরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং ওয়ার্ড সরখাল-রাজাপুর-দলমগর ওয়ার্ডের বিএনপি’র কর্মী সম্মেলন সম্পন্ন হয়েছে।
ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সোলেমান খানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হারিছ মিয়াজির পরিচালনায় কর্মী সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাক্তার ওমর ফারুক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহাদাত হোসেন খান নয়ন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ ইব্রাহিম,উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক ও ২নং বালিথুবা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু তাহের গাজী, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মহরম জিয়া, বিএনপি নেতা মোঃ রহিম, চলেমান মজুমদার। পরে উপস্থিত পাঁচ শতাধিক নেতাকর্মী ও সমর্থকের কণ্ঠভোটে সভাপতি আবু তাহের মাস্টার, সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম খান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিয়াজী, সিনিয়র সহ সাধারন সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন মিয়াজীকে নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আকতার হোসেন বরকন্দাজ, জেলা যুবদলের নেতা খান মোহাম্মদ মানিক, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মইনউদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন বিএনপি নেতা আবুল কাশেম খোকন, এতেশাম উল হক পিন্টু, যুবদলের নেতা নাজমুল কবির খান, সাজ্জাদ মজুমদার, সোহাগ মজুমদার, জাহাঙ্গীর মিজি, আল আমিন, ছাত্রদলের নেতা এমরান হোসেন মিয়াজী, আল আমিন প্রমূখ।