পূর্বধলায় আওয়ামী লীগের প্রার্থীসহ ৬ জনের মনোনয়ন দাখিল
পূর্বধলা প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনসহ ছয় প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সহকারী রিটার্নিং অফিসার ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বিষয়টি নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মনোনয়ন দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশে সহকারী রিটার্নিং অফিসার ও পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার এর কাছে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।
এছাড়াও জাতীয় পার্টির ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ, তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল ওয়াহাব হামিদী, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মো. আনোয়ার হোসেন, ইঞ্জি. মিছবাহুজ্জামান চন্দন, মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির মনোনয়নপত্র জমা দেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য ১২তম সাধারণ নির্বাচন। সিইসির ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের আজ ৩০ নভেম্বর শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের ও নিষ্পত্তি হবে ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। রিটার্নিং অফিসাররা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে, আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।