হোসেনপুরে কৃষকের ধান কেটে বাড়িতে পৌঁছে দিল ছাত্রলীগ

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ , মে ২, ২০২৩

স্টাফ রিপোর্টার: মো: অলিউল্লাহ শেখ , মঙ্গলবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কিশোরগঞ্জ জেলার হেসেনপুর উপজেলার চর বিশ্বনাথপুর গ্রাম এলাকার হিরন মিয়ার ১০০ শতাংশ জমির ধান কাটেন এ সময় হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোখলেছ ও সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ এর নেতৃত্বে ধানগুলো কাটা হয় । এছাড়া হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা জাহাঙ্গীর তালুকদার সহ হোসেনপুর পৌরসভা ছাত্রলীগ হোসেনপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা ধান কাটায় অংশগ্রহণ করে। ছাত্রলীগ নেতারা জানান, জমির ধান পেকে আছে, অথচ কৃষক শ্রমিকের অভাবে ধান কাটতে পারছিলেন না। এমন সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের নির্দেশে হোসেনপুরে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোখলেছ ও সাধারণ সম্পাদক শুভ নেতৃত্বে হোসেনপুর উপজেলার চর বিশ্বনাথপুর গ্রামের হিরন মিয়া কৃষকের ১০০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এতে খুশি ঐ কৃষক। ঐ কৃষক বলেন, আমার পাকা ধান কাটতে শ্রমিকের মজুরি লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দিয়েছে বিনামূল্যে। এতে আমার অনেক উপকার হয়েছে। আমি তাদের প্রতি কৃতজ্ঞ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com