হোসেনপুর হাসপাতালে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু
মোঃ অলিউল্লাহ শেখ, স্টাফ রিপোর্টার: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে সিজারিয়ান অপারেশন চালু করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যন্ত আধুনিক ও মানসম্মত অপারেশন থিয়েটারে অপারেশনের মাধ্যমে রোজিনা আক্তার (২৫) নামে এক গৃহবধূর কন্যা সন্তান প্রসব হয়েছে। রোজিনা আক্তার উপজেলার চরজামাইল গ্রামের ফরহাদ মিয়ার স্ত্রী। এসময় কিশোরগঞ্জ সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনী বিশেষজ্ঞ ডা. মরিয়ম আক্তার ও এনেস্থেসিওলজিস্ট ডা. আলী যুবায়ের শরীফ, ডা. কামরুন্নাহার লিজা এ সিজার অপারেশনের নেতৃত্ব দেন। সঙ্গে ছিলেন ওটি ইনচার্জ লুৎফা আক্তার, সিনিয়র স্টাফ নার্স সাহানা আক্তার, রেখা আক্তার, নার্সিং ইনচার্জ রানু আক্তার ও ওয়ার্ড বয় সুমন।
বিনামূল্যে সিজার করতে পেরে রোজিনা আক্তার চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বর্তমানে মা ও শিশুকন্যা সম্পূর্ণ সুস্থ রয়েছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির পাশাপাশি বিনামূল্যে সিজারিয়ান সেকশন অপারেশন চালুর মাধ্যমে অত্র এলাকার জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবার দ্বার উন্মোচন হয়েছে। ইতিহাসের সাক্ষী হতে পেরে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরো টিম আজ আনন্দিত। তিনি সকল গর্ভবতী মায়েদের এএনসি, পিএনসি সেবাসহ সকল সেবা অত্র হাসপাতাল থেকে নেয়ার আহ্বান জানান।