হোসেনপুরে সাংবাদিকের বাড়িতে চুরি


মোঃ অলিউল্লাহ শেখ : কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে নজরুল ইসলাম খায়রুল নামে এক সাংবাদিকের বাড়িতে চুরি হয়েছে। এসময় তার ব্যবহৃত মোবাইল ফোন ও সৌর বিদ্যুতের ১২ ভোল্টের ব্যাটারিসহ মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। শুক্রবার (২৯ মার্চ) দুপুর ২টার পর জেলার হোসেনপুর উপজেলার গৃদান গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নজরুল ইসলাম খায়রুল জানান, দুপুর ২টার পর ঘর তালাবদ্ধ করে বাড়ির ভেতরে যান তিনি। আধা ঘণ্টা পর ঘরে ফিরে দেখেন দরজায় তালা নেই। দরজা খোলা। ঘরে ঢুকে দেখতে পান মোবাইল ফোন ও সৌর বিদ্যুতের ১২ ভোল্টের ব্যাটারিসহ কিছু মালামাল চুরি হয়ে গেছে। পরে চুরির বিষয়টি হোসেনপুর থানার ওসিকে জানানো হয়।
চুরির ঘটনা জানাজানি হলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন এবং একে অপরের সাথে কথোপকথন করে বলেন ঈদকে সামনে রেখে চুরির উপধব্র বেড়েছে তাই সকলে সকলের স্থান থেকে সতর্ক থাকতে হবে এবং হোসেনপুর থানা পুলিশের নজর দাড়ি বাড়ানোর জন্য সুদৃষ্টি কামনা করেন।