হোসেনপুরে লোডশেডিংয়ের কারনে এলাকাবাসীর বিক্ষোভ


স্টাফ রিপোটারঃ অলিউল্লাহ, ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। রোজ শনিবার (০৪.০৯.২১ ইং)সন্ধ্যা হাজিপুর বাজারে এ বিক্ষোভ মিছিল পালন করেন। তাঁরা এই সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান।
পরে হাজিপুর বাজার শাজাহান সরকার মার্কেট থেকে মিছিলটি বের করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে । ইউনিয়ন পরিষদ মাঠে মিলিত হয়ে এক সংক্ষিপ্ত বক্ত্যে কয়েকজন অভিযোগ করে বলেন, ‘কিছুদিন ধরে প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট চরম পর্যায়ে পৌঁছেছে। এতে হোসেনপুরসহ জিনারী ইউনিয়ন কয়েক হাজার গ্রাহক অতিষ্ঠ হয়ে পড়েছেন। দিনে-রাতে ৬ ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এ কারণে ছেলেমেয়েদের পড়ালেখার ক্ষতি হচ্ছে । এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ পেতে চাই।’ এ সময় বক্তব্য দেন মোঃ খোকন মিয়া, মোঃ সাইদুল ইসলাম, মোঃ আজিজুল হক ফকির, মোঃ সাইদুল ফকির, মোঃ রিপন মিয়া প্রমুখ। বিক্ষোভ মিছিল থেকে হোসেনপুর বিদ্যুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজারের বদলি দাবী করা হয়।