হোসেনপুরে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ভর্তি নির্বাচন
অলিউল্লাহ শেখ, হোসেনপুর (কিশোরগঞ্জ) : প্রতিনিধি : সরকারি নীতিমালা অনুসরণ করে কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজে লটারির মাধ্যমে ২০২২ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ভর্তি নির্বাচন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে ২০২২ শিক্ষা বর্ষে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ভর্তির লটারি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাছিরুজ্জামান সেলিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ,
হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ.এস.এম জহির রায়হান প্রমুখসহ অন্যান্যরা। ৬ষ্ঠ শ্রেণির ৪২০টি আসনের বিপরীতে অনলাইনের মাধ্যমে ৬ শত ৫৮ জন শিক্ষার্থী আবেদন করে।