হোসেনপুরে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকে মৃত্যু

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , জুন ২, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ মো: অলিউল্লাহ শেখ , কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পল্লীবিদ্যুতের সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে আব্দুল হাদী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল হাদী পার্শ্ববর্তী ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার শাখচুড়া এলাকার ফরজুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলা সদরের কোর্ট মসজিদের এলাকায় কাজ করতে বিদ্যুতের লাইনের খুঁটিতে উঠেন শ্রমিক আব্দুল হাদী। কাজের জন্য বিদ্যুৎ লাইন বন্ধ থাকার কথা থাকলেও বিদ্যুৎ লাইন চালু ছিল। আব্দুল হাদী বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝুলে থাকে। এ ঘটনার খবর পেয়ে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ  উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com