হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত


নিজস্ব প্রতিবেদন : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খায়রুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত খায়রুলের বাড়ি গোবরাকুড়া গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খায়রুল গতকাল রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার গাছুয়াপাড়ায় বিএসএফের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।