হালুয়াঘাট সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ , ডিসেম্বর ২৩, ২০২০

নিজস্ব প্রতিবেদন : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া সীমান্তে মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে খায়রুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে এই ঘটনা ঘটে। নিহত খায়রুলের বাড়ি গোবরাকুড়া গ্রামে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গোবরাকুড়া ক্যাম্প ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, খায়রুল গতকাল রাতে গোবরাকুড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের মেঘালয় রাজ্যের তুরা জেলার গাছুয়াপাড়ায় বিএসএফের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় খায়রুলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
বিজিবির গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. উমর ফারুক সীমান্তে এক ব্যক্তি নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com