হাজীদের ভ্রমণে দৃষ্টিনন্দন ১০০ বাস দিলেন সৌদি বাদশা

প্রকাশিত: ৬:১৮ অপরাহ্ণ , আগস্ট ৩, ২০১৯

প্রতি বছর বাংলাদেশসহ সারা বিশ্বের লাখো লাখো মুসলমান পবিত্র হজ্জ পালন করতে ছুটে যায় মহানবী (সাঃ) এর পিতৃভূমিতে সৌদি আরবে ।হজ পালনের জন্য বর্তমান সৌদি আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক। আর হজযাত্রীদের সুচারুভাবে হজ পালনের সুবিধার জন্য সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় ব্যবস্থাপনায় ১০০টি উন্নতমানের বাস উপহার দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
আরোঃ
খাস জমি গ্রহণের নিয়ম ও উপযোগীতা

শুক্রবার (২ আগস্ট) এসব বাস হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়কে বুঝিয়ে দেওয়া হয়েছে। বাসগুলো হজের সময় আমন্ত্রিত মেহমানদের জেদ্দা, মক্কা ও মদিনায় সেবা দেবে।

এসব বাসে বিভিন্ন ভাষার গাইডরা রয়েছেন হজের কাজে সহায়তার জন্য। অত্যাধুনিক বাসের স্ক্রিনে হজের নিয়মাবলী থেকে শুরু করে ঐতিহাসিক জায়গাগুলোর বর্ণনা সম্বলিত ভিডিও রয়েছে। যা দেখে হজযাত্রীরা সুন্দর ও সাবলীলভাবে হজের কাজ সম্পাদন করতে পারেন।
আরোঃ
গবাক্ষি বা শেওড়া গাছের উপকারিতা

বিশ্বের বিভিন্ন দেশের ইসলামি স্কলার, শহিদ পরিবার ও বিশিষ্ট ব্যক্তিদের রাষ্ট্রীয় আমন্ত্রণে হজের ব্যবস্থা করেন সৌদি বাদশাহ। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিশ্বের বিভিন্ন দেশের ৬ হাজার জনকে হজের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।

সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় তাদের হজ ব্যবস্থাপনার দায়িত্ব সম্পন্ন করবেন।

আরোঃ
আইনত সন্তানের অভিভাবকত্ব নির্ধারণ এবং অভিভাবকত্ব হারানোর কারণ

১৪১৭ হিজরি থেকে সৌদি বাদশাহর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের হজ করানো হচ্ছে। এ কর্মসূচির আওতায় এখন পর্যন্ত ৫২ হাজার ৭৪৭ জন বিশিষ্ট ব্যক্তি হজপালন করেছেন।

চলতি বছরে ছয় হাজার হজযাত্রীদের মধ্যে রয়েছেন এক হাজার ফিলিস্তিনি শহীদ পরিবারের সদস্য ও নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত পরিবারের সদস্যরা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com