হাওরে মাদক ব্যবসা,সন্ত্রাসী কাজ বন্ধের দাবিতে মানববন্ধন
আব্দুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর এলাকায় উর্ধতন সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে তার নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে শনিবার বিকেলে এলাকার শ্যামপুর গ্রামের আতিক ও দিপকসহ তাদের লোকজনের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং তাদের হাত থেকে গ্রামের নীরিহ মানুষকে রক্ষার দাবিতে এ কমূসূচি পালন করা হয়।
হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ,শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিকাল ৩টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- এলাকাবাসী লিটন তালুকদার, ফারুক আহমেদ, সোলেমান মিয়া, তোফাজ্জল হোসেন তালুকদার, মো. নূর নবী প্রমূখ।
এ সময় বক্তারা জানান,উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর গেইরাহাই গ্রামের বাসিন্দা কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মুহাম্মদ শাহীন ইমরানের আত্মীয় পরিচয়ে তার নাম ভাঙ্গিয়ে এলাকার বিএনপি নেতা আতিক ও দিপকের লোকজন সন্ত্রাসী কর্মকান্ড,মাদক ব্যবসা, ভূমি দখল ও জলমহাল দখল করে আসছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।
এ বিষয়ে অভিযুক্ত মোহনগঞ্জের শ্যামপুর গ্রামের আতিক অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের এলাকায় একটি মাছের ঘেড় (জলাশয়) আছে। প্রভাব খাটিয়ে লিটন তালুকদার ও তার লোকজন ওই ঘেড় দখল করে নেয়। এতে বাধা দেওয়ায় আমাদের বিরুদ্ধে নানা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি।