হাওরে মাদক ব্যবসা,সন্ত্রাসী কাজ বন্ধের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ণ , অক্টোবর ২৯, ২০২৩

আব্দুর রহমান নেত্রকোনাঃ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর এলাকায় উর্ধতন সরকারি কর্মকর্তার আত্মীয় পরিচয়ে তার নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুরসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের অংশগ্রহণে শনিবার বিকেলে এলাকার শ্যামপুর গ্রামের আতিক ও দিপকসহ তাদের লোকজনের সন্ত্রাসী কার্যকলাপের প্রতিবাদে এবং তাদের হাত থেকে গ্রামের নীরিহ মানুষকে রক্ষার দাবিতে এ কমূসূচি পালন করা হয়।

হাওরাঞ্চলের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ,শিশু এবং স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিকাল ৩টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য দেন- এলাকাবাসী লিটন তালুকদার, ফারুক আহমেদ, সোলেমান মিয়া, তোফাজ্জল হোসেন তালুকদার, মো. নূর নবী প্রমূখ।

এ সময় বক্তারা জানান,উপজেলার গাগলাজুর ইউনিয়নের শ্যামপুর গেইরাহাই গ্রামের বাসিন্দা কক্সবাজার জেলা প্রশাসক হিসেবে কর্মরত মুহাম্মদ শাহীন ইমরানের আত্মীয় পরিচয়ে তার নাম ভাঙ্গিয়ে এলাকার বিএনপি নেতা আতিক ও দিপকের লোকজন সন্ত্রাসী কর্মকান্ড,মাদক ব্যবসা, ভূমি দখল ও জলমহাল দখল করে আসছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্যসহ প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন এলাকাবাসী।

এ বিষয়ে অভিযুক্ত মোহনগঞ্জের শ্যামপুর গ্রামের আতিক অভিযোগ অস্বীকার করে বলেন,আমাদের এলাকায় একটি মাছের ঘেড় (জলাশয়) আছে। প্রভাব খাটিয়ে লিটন তালুকদার ও তার লোকজন ওই ঘেড় দখল করে নেয়। এতে বাধা দেওয়ায় আমাদের বিরুদ্ধে নানা মিথ্যে অপপ্রচার চালাচ্ছে বলে জানান তিনি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com