হ‌লিমা দারুল কুরআন হা‌ফি‌জিয় মাদ্রাসায় দোয়া ও ইফতার অনু‌ষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ , এপ্রিল ২২, ২০২২

মো: অ‌লিউল্লাহ শেখ,হো‌সেনপুর, কিশোরগঞ্জ প্রতি‌নি‌ধি: কিশোরগঞ্জ জেলার হো‌সেনপুর উপ‌জেলার হ‌লিমা দারুল কুরআন হা‌ফি‌জিয়া মাদ্রাসায় গতকাল বৃহস্প‌তিবার হাজীপুর বাজার বাইতুল নূর জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা ম‌তিউর রহমা‌নের সভাপতি‌ত্বে খাইরুল ইসলা‌মের পরিচালনায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয় । প‌রে অত্র মাদ্রাসা আয় ব‌্যয় এর আং‌শিক আ‌লোচনা তু‌লে ধ‌রেন ।‌ এতে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বয়ান ও দোয়া করেন মুফ‌তি আবুল হা‌সিম সা‌হেব খারুয়া মাদ্রাসা। আরো উপস্থিত ছিলেন, হ‌লিমা এলাকার ‘ মুনজুরুল মাস্টার, বাবুল মিয়া, হাজী স‌মে মিয়া , বাপ্পি জিনারীর সোহারাব , হাজী আ: হাই, র‌শিদ মাস্টার সহ এলাকাবাসী ও অতিথিবৃন্দ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com