আজ খুলে গেছে স্বপ্নের দ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপভোগ ও আলোচনা সভা
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : প্রধানমন্ত্রী কর্তৃক স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান ভিডিওতে সরাসরি উপভোগ উপলক্ষে আলোচনা সভা করেন নেত্রকোণার পূর্বধলা উপজেলা প্রশাসন।
আজ শনিবার (২৫ জুন) সকাল ১০টায় পূর্বধলা উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা সুমি আকন্দ, সহকারী কমিশনার ভূমি নাসরিন বেগম সেতু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, ডিজিএম লিপিয়া আক্তার সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।