সাহিত্য পত্রিকা “হিজল কুসুম” এর মোড়ক উন্মোচন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ , মে ৮, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার সাহিত্য প্রেমিদের সমন্বয়ে অধ্যাপক ননী গোপাল সরকার এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে ‍‌হিজল কুসুম ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা।

গতকাল শনিবার বেলা ১২টার দিকে নেত্রকোণা আবৃত্তি নিকেতন, আর্যগৃহে স্বাস্থ্যবিধি মেনে এই পত্রিকার মোড়ক উন্মোচন ও লেখক-কপি বিতরণ করা হয়েছে।

পত্রিকাটির সম্পাদক অধ্যাপক ননী গোপাল সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক ছড়াকার শ্যামলেন্দু পাল, কবি অধ্যাপক আব্দুস সালাম, কবি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, মদন মহিলা কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন, মৃণাল কান্তি চক্রবর্তী, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বোধ এর সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, হিজল কুসুম এর প্রকাশক আর্যব্রত সরকার সহ নবীণ প্রবীণ লেখক লেখিকাবৃন্দ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com