সাহিত্য পত্রিকা “হিজল কুসুম” এর মোড়ক উন্মোচন
আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার সাহিত্য প্রেমিদের সমন্বয়ে অধ্যাপক ননী গোপাল সরকার এর সম্পাদনায় প্রকাশিত হয়েছে হিজল কুসুম ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা।
গতকাল শনিবার বেলা ১২টার দিকে নেত্রকোণা আবৃত্তি নিকেতন, আর্যগৃহে স্বাস্থ্যবিধি মেনে এই পত্রিকার মোড়ক উন্মোচন ও লেখক-কপি বিতরণ করা হয়েছে।
পত্রিকাটির সম্পাদক অধ্যাপক ননী গোপাল সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, সাবেক সম্পাদক ছড়াকার শ্যামলেন্দু পাল, কবি অধ্যাপক আব্দুস সালাম, কবি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির, মদন মহিলা কলেজের প্রিন্সিপাল আনোয়ার হোসেন, মৃণাল কান্তি চক্রবর্তী, ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা বোধ এর সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, হিজল কুসুম এর প্রকাশক আর্যব্রত সরকার সহ নবীণ প্রবীণ লেখক লেখিকাবৃন্দ।