সামান্য বৃষ্টিতেই রাস্তায় হাটু জল দুর্ভোগ চরমে

প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ , জুন ৩, ২০২১
বৃষ্টিতে রাস্তায় হাটু জল

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোণার পূর্বধলায় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। সামান্য বৃষ্টি হলেই দোকান ও বাসাবাড়ির পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পূর্বধলা বাজারের থানা রোড হতে জামতলা, স্টেশন বাজার হতে খাদ্যগুদাম রোড মোড, বালিকা বিদ্যালয় রোডে কোনো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন এলাকাবাসী।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পূর্বধলা বাজারে খাদ্যগুদাম রোড, স্টেশন রোডের সোনালী ব্যাংক ও স্টেশন বাজারের আংশিক ড্রেনেজ ব্যবস্থা থাকলেও তা পয়ঃনিস্কাশন ব্যবস্থা যথেষ্ট নাজুক। পরিচ্ছন্ন কর্মী না থাকায় এসব ড্রেনের বেশির ভাগই সময়মতো পরিস্কার হয়না। পাশাপাশি কতিপয় লোকজন কাঁচা-পাকা ড্রেনের পাশে ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলার পাশাপাশি বালু পাথরের মত নির্মাণ সামগ্রী রেখেও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা রুদ্ধ করছে। দিন দিন ঘনবসতির কারণে পুকুর ডোবা ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই ফলে একটু বৃষ্টিতেই রাস্তাসহ বাসাবাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। অপরিকল্পিত নগরায়নের ফলে নানা অসুবিধা হচ্ছে। বর্ষাকালে ব্যবসায়ী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করতে পারেনা।

তারা আরো জানান, বাতিলকৃত পৌরসভা পুনঃস্থাপিত হলে পরিকল্পিত নগরায়ন এবং ড্রেনেজ ব্যবস্থা পৌরসভার মাধ্যমে বাস্তবায়ন হতো। পৌরসভা না থাকায় চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন প্রতিনিয়তই তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে উদ্যোগী হচ্ছেনা। স্থানীয়দের দাবি যেন দ্রুত ড্রেনেজ ব্যবস্থা এবং যথাসময়ে পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা করে দেয়া হয়।

পূর্বধলা উপজেলা প্রকৌশলী মো. আব্দুল আলীম লিটন বলেন, বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। তবে আগামী অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ড্রেনেজ ব্যবস্থা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com