সাবেক সাংসদ রুহী নেতৃত্বে কলমাকান্দা-দূর্গাপুরে শোক র্যালী দোয়া মাহফিল
আব্দুর রহমান, নেত্রকোনাঃ ৯ম জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী’র নেতৃত্বে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে স্মরণকালের সেরা শোক র্যালী ও আলোচনা সভা করেছেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১ টায় দূর্গাপুর সুমেশ্বরী নদীর তীরে শোক সভা অনুষ্ঠিত হয় । সেখানে অন্তত্য ১০ হাজার নেতা-কর্মী নিয়ে জাতীর পিতা বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলার পৌর এলাকা ছাড়াও প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বস্তপূর্ত অংশ গ্রহণ করে। পরে সেখানে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় স্থানীরা জানান, এর আগে আওয়ামীলীগের কোনো নেতার নেতৃত্বে এতো বড় আয়োজন হয়নি। পরে দুপুরে কলমাকান্দা পশ্চিম বাজার থেকে একটি বিশাল শোক র্যালী বের হয়, সেখানে কয়েক হািজার নেতা-কর্মী ও সাধারণ মানুষ ঘন্টাব্যাপী মোস্তাক আহমেদ রুহীর নেতেৃত্ব শোক র্যালী নিয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,নেত্রকোনা জেলা পরিষদের সাবেক সদস্য উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানূর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, সাবেক চেয়ারম্যান তাহেরা খাতুন, বীর মুক্তিযোদ্ধা সুব্রুত বিকাশ সরকার, বীর মুক্তিযোদ্ধা ডা. ইসমাঈল হোসেন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান,উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিজন তালুকদার,সাবেক যুবলীগ নেতা,মোস্তাফিজুর রহমান চয়ন, উপজেলা যুবলেিগের যুগ্ম আহবায়ক কাউসার মিয়া,আজহারুল ইসলাম সহ অন্যরা।
কর্মসূচীরতে প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি মোস্তাক আহমেদ রুহী বলেন, একাত্তরের স্বরযন্ত্রকারীরা ৭৫এ জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করে, দেশকে অকার্যকর করতে চেয়েছিল কিন্তু এ দেশের মানুষ মুক্তিযুদ্ধের স্বপক্ষের আওয়ামীলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্য শেখ হাসিনাকে ভালোবাসে তাই তাকে পূণরায় ক্ষমতায় আনতে প্রয়োজনে জীবন দিবে বলে মন্তব্য করেন।