সাবেক ছাত্র নেতা মরহুম জাহাঙ্গীর আলমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ , জুন ৪, ২০২১
মরহুম জাহাঙ্গীর আলমের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সাবেক ছাত্রলীগ নেতা মরহুম জাহাঙ্গীর আলমের রুহের মাগফিরাত কামনায় রাজপাড়া বায়তুল হামদ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, উপজেলা যুবলীগের সভাপতি ও পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। গত ২ জুন ছিল তুখোড় ছাত্রনেতা মরহুম জাহাঙ্গীর আলমের ১৮ তম মৃত্যুবার্ষিকী। এর অংশ হিসেবে আজ ৪ জুন (শুক্রবার) বাদ জুমআ পূর্বধলা উপজেলার রাজপাড়া বায়তুল হামদ জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ দোয়া মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী শাহীন এবং মরহুম জাহাঙ্গীর আলমের স্বজনরা উপস্থিত ছিলেন। পূর্বধলা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ২০০৩ সালের ২ জুন ক্ষণজন্মা এই আত্মত্যাগী পৃথিবীর মায়া ত্যাগ করে পরকালে পাড়ি জমান। সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় মরহুম নেতা জাহাঙ্গীর আলম পূর্বধলা উপজেলায় মাঠে-ঘাটে-প্রান্তরে নিরলসভাবে ছুটে চলেছেন। তার বলিষ্ঠ সাংগঠনিক তৎপরতায় সেই সময় প্রতিকূল পরিস্থিতিতেও আওয়ামী রাজনীতি তৃণমূলে শক্তি সঞ্চয় করে। মরহুম জাহাঙ্গীর আলম যেমনি ছিলেন রাজনৈতিক বিচক্ষণ তেমনি ছিলেন একজন অনলবর্ষী বক্তা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com