সাংবাদিক রোজিনার মুক্তির দাবিত ফরিদগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

প্রকাশিত: ৪:৫৭ অপরাহ্ণ , মে ২০, ২০২১

চাঁদপুর প্রতিনিধি : প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হপনস্তার প্রতিবাদে এবং তাঁর মুক্তির দাবিতে মানববন্ধন করেছে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা। বৃহঃস্পতিবার সকালে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় মুখে কালো ব্যাজ পরে সাংবাদিকরা।

প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুছ ছাবাহান লিটনপর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখর চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক নয়া দিগন্ত এবং আরটিভি’র জলা প্রতিনিধি শরীফ চীধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান, নুরুনবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক মানিক পাঠান, প্রবীর চক্রবতী, সাংবাদিক মো. মহিউদ্দীন মিয়া, আবু হেনা মোস্তফা কামাল, আমান উল্যাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জনগণের পক্ষে সংবাদ প্রচারের অপরাধে সাংবাদিক রোজিনা ইসলামের কন্ঠ চেপে ধরে জনগণের টাকায় লালিত স্বাস্য ম্ত্রণালয়ের সচিব জেবুনেছা এবং তাঁর দোসররা য অপরাধ করছেন তা অমার্জনীয়। উপর আদালতে তাঁর জামিন নামঞ্জুর করে সাংবাদিক নির্যাতনের বিচার প্রাপ্তির অধিকারকে অনিশ্চয়তার পথে ঠেলে দিয়েছে। আমরা সাগর-রুনী, শিমুল, নদীসহ বিভিন সময় হত্যা এবং নির্যাতনের শিকার সকল ঘটনার দষ্টান্তমূলক বিচার প্রার্থনা করছি। গণমাধ্যমের কন্ঠরোধের সকল অপচষ্টা বাদ দেওয়ার আহবান জানাছি। যদি সরকার এবং বিচার বিভাগের দায়িত্বশীল কর্তৃপক্ষ সাংবাদিক নির্যাতনের বিচার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হন, তাহলে আগামী দিন জাতীয় সাংবাদিক নেতাদের আহবানে আমরা যে কোন কঠোর কর্মসূচী বাস্তবায়নে সবার্ত্মক প্রস্তত রয়েছি। এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com