সাংবাদিক বিজন কৃষ্ণ রায়ের মৃত্যুতে পূর্বধলা প্রেসক্লাবের শোক
পূর্বধলা প্রতিনিতি: দৈনিক আমাদের সময়ের দূর্গাপুর উপজেলা প্রতিনিধি বিজন কৃষ্ণ রায় নামে এক সাংবাদিকের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। তাঁর এই মর্মান্তিক মৃত্যুতে পূর্বধলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান সহ সদস্যবৃন্দ সাংবাদিক বিজন কৃষ্ণ রায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শনিবার বিকেলে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের তারাকান্দা উপজেলার গাছতলা বাজার-সংলগ্ন এলাকায় ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে নেত্রকোনার দুর্গাপুরগামী একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিজন কৃষ্ণ নিহত হন। আহত অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানেই তার মৃত্যু হয়। আরো এক যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি ধানখেতে গিয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।