সরকারের পদত্যাগে পূর্বধলায় সর্বস্তরে বিজয়ের উল্লাস

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ , আগস্ট ৫, ২০২৪

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে সোমবার (৫ আগষ্ট) শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগে দুপুরের পর থেকে নেত্রকোণার পূর্বধলায় ছাত্র-জনতাসহ সর্বস্তরে বিজয় উল্লাস শুরু করে। শুরু হয়েছে মিষ্টি বিতরন। বেশ কয়েকটি অফিসগুলোতে শেখ মুজিব ও শেখ হাসিনা ছবি খোলে ফেলতে দেখা গেছে।

দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটিয়েছেন বিক্ষোব্ধরা। কয়েকটি স্থানে ভাঙ্গচুর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে স্থাপিত মোরাল ভাঙ্গচুর, উপজেলা আওয়ামীলীগ কার্যালয়, আ. লীগ নেতার বাসা ও মোটরসাইকেল ভাঙ্গচুর করা হয়।

স্থানীয়রা জানান, ছাত্রজনতার দীর্ঘদিনের পুঞ্জিভূত ক্ষোভের বহি:প্রকাশ ঘটেছে।

সোমবার দুপুরের পর শিক্ষার্থী, উৎফুল্ল জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বিএনপি’র নেতাকর্মীদের বিজয় উল্লাস দেখা দেয়। মিছিলে মিছিলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে সয়লাব হয়ে পড়ে। কেউ কেউ মিষ্টি বিতরণ করতেও দেখা যায়। তবে উত্তেজিত জনতা থানায় কোন প্রকার হামলা করেনি।

স্থানীয় শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দরা জানান, দীর্ঘদিনের পর স্বস্তির নি:শ্বাস ফেলছেন। অন্যায়ভাবে প্রতিপক্ষকে নির্যাতন, নিপিড়ন, মামলা ও হামলায় আতঙ্ক, উদ্বেগ ও উৎকন্ঠায় সবাই দিন কেটেছেন। কেউ মুখ খোলে কথা বলতে পারেননি। এখন তারা মুক্ত হয়েছেন। তবে বিভিন্ন স্থানে হামলার বিষয়ে পূর্বধলা থানার ওসি’র হোয়াটসএপ নম্বরে কথা বলার চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com