সম্মাননা পেলেন নীলফামারীর ৫ জয়িতা

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২০

নীলফামারী প্রতিনিধি: ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় নীলফামারী জেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রমে অসামান্য অবদান রাখায় পাঁচ সফল নারী জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস পালন উপলক্ষে বুধবার(২৩ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আনুষ্ঠানিক ভাবে এই ৫জন জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন প্রধান অতিথি জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম।

জয়িতারা হলেন:সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় নীলফামারী জেলা পরিষদের সদস্য ও সাংবাদিক ইসরাত জাহান পল্লবী, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনে রুনা আক্তার, সফল জননী হিসেবে আলেয়া বেগম,শিক্ষা ও চাকুরীতে সাফল্য অর্জনে হাফিজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন ভাবে জীবন শুরু করা লিপি বেগম।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নুরন্নাহার শাহাজাদী প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com