সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সংবর্ধনা পেলেন আমেরিকা প্রবাসী আমানুর রশিদ খান জুয়েল


পূর্বধলা প্রতিনিধি, নেত্রকোনা : সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় পূর্বধলা প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেলেন আমেরিকা প্রবাসী মোঃ আমানুর রশিদ খান জুয়েল। আমেরিকা প্রবাসী মোঃ আমানুর রশীদ খান জুয়েল একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, ক্রীড়াবিদ ও সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক । ৩০ ডিসেম্বর (শুক্রবার) নেত্রকোনা জেলার পূর্বধলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রেসক্লাবের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়েছে।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান মাসুম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সিদ্দিকুর রহমান বুলবুল, নেত্রকোনা জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত আসন) শাহনাজ পারভীন, জগৎমনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরে আলম সিদ্দিকী, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি ও আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান মিন্টু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোখলেছুর রহমান খান ভাসানী, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রশিদ সরকার, পূর্বধলা প্রেসক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দৈনিক সংবাদ এর উপজেলা প্রতিনিধি মোঃ এমদাদুল ইসলাম, ফয়জুর রহমান ঝন্টু, লুৎফর রহমান, একেএম সরোয়ার জাহান রাসেল, রেজাউল করিম লেলিন, শাহীনুর রহমান বাবলু, মুনতাসির মাসুম ফাহিম, রাজপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি আলমগীর বাসার সুমন, এসি ক্লাবের সভাপতি সোয়ায়েব আহমেদ, বৈশাখী ছাত্র সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু চক্রবর্তী, শরীফ একাদশের আজিজুর বারী শরীফ, নিউ স্টার ক্লাব এর সাধারণ সম্পাদক রহমত আলী, পূর্বধলা প্রেসক্লাব ও অন্যান্য সংগঠনের সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, সংবর্ধিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, প্রবাসে থেকেও যারা নাড়ীর টানে, দেশের অসহায় মানুষের কল্যানে সর্বদা কাজ করে যাচ্ছেন, তারা সর্বমহলে সম্মানীত। আমাদের উচিৎ এসব মহতি কাজে সামিল হয়ে তাদের কাজের পরিমান আরো প্রসারিত করা।
রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনৈতিক চাকা সচল রাখার পাশাপাশি আমাদের অসহায় মানুষের কল্যানে, শিক্ষার বিপ্লবে, সমাজকে আরো সুন্দর করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন।
এসময় উপস্থিত অতিথিবৃন্দ সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আমেরিকা প্রবাসী মোঃ আমানুর রশীদ খান জুয়েলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে তাদের এ ধারা অব্যাহত এবং প্রসারিত করতে উৎসাহ প্রদান করেন।