সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, বঙ্গবন্ধু’র জন্মদিনে- মাজহারুল ইসলাম সোহেল
নিজস্ব প্রতিনিধি : নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোণার পূর্বধলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ব্যানারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান’র ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। ১৭ ই মার্চ প্রথম প্রহরে নেতাকর্মীদের নিয়ে কেকা কাটা, সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন এবং দুপুরে পূর্বধলা সাব- রেজিস্ট্রার অফিস চত্বরে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ’র সহ- সভাপতি ও রোজা ফাউন্ডেশনের চেয়ারম্যান মাজহারুল ইসলাম সোহেল, বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগ নেতা দিদারুল ইসলাম, সাবেক পূর্বধলা ইউপি চেয়ারম্যান রাশেদ উজ্জামান আকন্দ পিন্টু, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার সভাপতি শাহিনূর রহমান শাহিন, ধলামূলগাঁও ইউনিয়ন কৃষক লীগ’র সভাপতি বজলুর রহমান, পূর্বধলা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মনজুরুল হক সাগর, রোজা ফাউন্ডেশন’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রুবেল হাসান, যুবলীগ নেতা আমীর আলী উজ্জল, আবুল বাশার, তৌকির আহমেদ ইমন প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ঢাকা উত্তর-পশ্চিম থানা যুবলীগ’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ রাজিব।