সন্ধ্যার পরপরই কুয়াশার চাদরে বন্দী হয়ে যাচ্ছে জনপদ
পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় প্রচন্ড শীতে বিপর্যস্থ হয়ে পড়েছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। দেখা দিয়েছে শীতজনিত বিভিন্ন রোগ-বালাই। দিনের বেলা কুয়াশার তেমন আধিক্য না থাকলেও এই জনপদে গত ৪/৫দিন থেকে জেঁকে বসেছে তীব্র শীত। দিনের বেলা সূর্যের দেখা মিললেও কমছে না শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ।
হাঁড় কাঁপানো শীতে মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে গবাদি পশু-পাখিও। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সন্ধ্যার পরপরই কুয়াশার চাদরে বন্দী হয়ে যাচ্ছে জনপদ।
রাস্তাঘাটে যানবাহন চলাচল করছে নিয়ন্ত্রিত গতিতে। শ্রমজীবি মানুষ শীতের তীব্রতা থেকে বাঁচতে পুরাতন কাপড়, কাগজ ও টায়ার জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা গেছে। ইতিমধ্যেই সরকারী ও বেসরকারী সংগঠনের উদ্যোগে শীতার্ত দরিদ্র মানুষের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।