সংশোধনী বিবৃতি প্রকাশ করলো পূর্বধলা রিপোর্টার্স ক্লাব
নিজস্ব প্রতিবেদক : গত মঙ্গলবার ২৯ ডিসেম্বর/২০২০ পূর্বধলা রিপোর্টার্স কাবের এক বিবৃতি প্রকাশ করা হয়েছিল। বিবৃতিতে পূর্বধলা স্টেশন রোডে রূপসী বাংলা হোটেলের সামনে পাকা রাস্তায় মো: ছাইদুল ইসলাম ও মোস্তাক আহমেদ খান এর উপর হামলার ঘটনায় হাজী আ: মালেকের ছেলে আব্দুল মোমেন জুয়েল, আব্দুল কাইয়ুম রাসেল ও জামাতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদারের নাম প্রকাশ করা হয়। কিন্তু সাংবাদিক মোস্তাক আহমেদ খান কে টেলাধাক্কাসহ উদ্ধত্যপূর্ণ আচরণ এর মোবাইল নেওয়ার ঘটনায় সটিক ভাবে চিহ্নিত করতে না পারায় তাৎক্ষনিক ঘটনার সাথে সম্পৃক্ত করে বিবৃতি প্রকাশ করায় ৩০ ডিসেম্বর একটি সংশোধনী বিবৃতি প্রকাশ করে পূর্বধলা রিপোর্টার্স কাব আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছে।
তবে ঘটনা চলাকালীন সময়ে পূর্বধলা রিপোর্টার্স কাবের সদস্যকে পেশাগত দায়িত্ব পালন করাকালীন টেলাধাক্কাসহ উদ্ধত্যপূর্ণ আচরণ এবং ভিডিও ধারণকৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেওয়া ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।
সেই সাথে তদনÍ পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল আলম তালুকদার সংশোধনী বিবৃতি প্রকাশ করার পর পূর্বধলা রিপোর্টার্স কাবকে ধন্যবাদ জানিয়ে বলেন, এখানে কে বা কাহারা সাংবাদিকদের উপর হামলা ও মোবাইল চিন্তাই করেছে তা আমাদের জানা নাই।