সংবাদ প্রকাশ হওয়ায় পূর্বধলায় খাদ্য সহায়তা পেলেন গুচ্ছগ্রামের ৩৫ পরিবার

প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২১

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ, যায়যায়দিন সহ বিভিন্ন অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় খাদ্য সহায়তা পেলেন নেত্রকোনার পূর্বধলা উপজেলার বালিয়া গুচ্ছগ্রামের পানিবন্দি ৩৫ পরিবার।

গতকাল রোববার “পূর্বধলায় পানিবন্দি গুচ্ছগ্রামবাসীর দুর্ভোগ চরমে” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি নজরে আসলে আজ সোমবার সকালে খাদ্য সহায়তা পৌঁছে দেন উপজেলা চেয়ারম্যানসহ সরকারি কর্মকর্তারা।

খাদ্য সহায়তা হিসেবে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি করে আলু, ডাল, সয়াবিন তেল, লবন, পেয়াজ, চিড়া ও একটি করে সাবান বিতরণ করা হয়।

উপকারভোগী আলেহা, কামাল, আব্দুল জব্বারসহ অনেকে জানান, তারা সরকারি খাদ্য সহায়তা পেয়ে খুব খুশি।

খাদ্য সহায়তা বিতরণের সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন বেগম সেতু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আরিফুজ্জামান, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন পত্রিকার পূর্বধলা প্রতিনিধি মো. জায়েজুল ইসলাম প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, করোনাসহ যে কোনো দুর্যোগে বর্তমান সরকার অসহায়দের পাশে আছে। তারই অংশ হিসেবে এই ত্রাণ সহায়তা।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com