সংবাদ প্রকাশের পর ইউএনও’র সহায়তা পেলেন অসহায় মনোয়ারা
পূর্বধলা সংবাদদাতা, নেত্রকোসা: জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক পূর্বময় ডটকমে সংবাদ প্রকাশের পর ইউএনও’র সহায়তা পেলেন অসহায় মনোয়ারা বেগম। আজ মঙ্গলবার (২৮ মার্চ) নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স ওই মনোয়ারা বেগম কে নগদ ৫ হাজার টাকা অনুদান দেন। অসহায় বিধবা মনোয়ারা বেগম উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের গোহালাকান্দা গ্রামের বাসিন্দা। তিনি শারীরিক ভাবে অসুস্থ, এক ছেলে বউ ও নাতীদের নিয়েই অভাবের সংসার।
সুত্রে জানা গেছে, বিধবা মনোয়ারা বেগমের অসহায়ত্বের কথা শুনে গত শুক্রবার দৈনিক পূর্বময় ডটকম এর সম্পাদক শাখাওয়াত হোসেন (শিমুল) সরেজমিনে গিয়ে অনলাইনে তার দুরবস্থা নিয়ে সংবাদ প্রকাশ করেন। এই সংবাদ পূর্বধলার সচেতন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স এর দৃষ্টিগোচর হয় এবং তিনি ওই নিউজে কমেন্ট বক্সে লিখেন আজ মঙ্গলবার অফিস চলাকালীন মনোয়ারা বেগমকে অফিসে পাঠানোর জন্য। তারই প্রেক্ষিতে তিনি নগদ ৫ হাজার টাকা অনুদান পান এবং মনোয়ারা বেগমের পানির কষ্ট দূর করার জন্য দ্রুত একটা টিউবওয়েল’র আশ্বাস দেন আশ্বস্ত পান। এসময় দৈনিক পূর্বময় ডটকমের স্টাফ রিপোর্টার মোঃ নজরুল ইসলাম সার্বিক সহযোগীতা করেন।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, মান্যবর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস স্যারের দিক নির্দেশনায় আমি সবসময় গরীব অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করি বিশেষ করে অসহায় মানুষের দুঃখ লাঘব করার জন্য সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি।