শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণ

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ , মার্চ ২৩, ২০২৩
অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ ও নেত্রকোনার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত পৌনে ১১টার দিকে বাজারের গৌরীপুর উপজেলার অংশে এ ঘটনা ঘটে। আগুনে শতাধিক দোকানের পাশাপাশি বেশ কয়েকটি বসতঘর পুড়ে গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন, নেত্রকোনার পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান।

স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ বাজারটি একই সঙ্গে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার চারটি উপজেলার মধ্যে পড়েছে। রাত পৌনে ১০ টার দিকে হঠাৎ বাজারের গৌরীপুর অংশের স্টেশন রোডে শম্ভুর হোটেল থেকে ধোঁয়া উঠতে দেখে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়। তবে কাছে পানি না পাওয়ায় শুরুতে আগুন নেভাতে বেগ পেতে হয়।

একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, যেখান থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখা গেছে সেখানে রেস্তোরাঁর পাশাপাশি একটি হার্ডওয়্যারের দোকানও রয়েছে। ফায়ার সার্ভিস  জানিয়েছে, তাৎক্ষণিক তাঁরা নিশ্চিত হতে পারেননি ঠিক কোন দোকানটি থেকে আগুনের সূত্রপাত্র হয়েছে।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান বলেন, আগুন নিয়ন্ত্রণে পর্যায়ক্রমে নেত্রকোনার পূর্বধলা, সদর, ময়মনসিংহের গৌরীপুর, ঈশ্বরগঞ্জসহ ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট অংশ নেয়। ময়মনসিংহের গৌরীপুর অংশে শতাধিক দোকান পুড়ে গেছে। তবে নেত্রকোনা অংশে কোনো দোকান ক্ষতিগ্রস্ত হয়নি।

এঘটনায় সরেজমিনে পরিদর্শন করেন, পূর্বধলা আসনের সাংসদ আলহাজ্ব ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান, গোহালাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com