শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন শামসুল

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ , আগস্ট ১, ২০২২
ট্রাকের পিছনে ধাক্কা লেগে নিহত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের পিছনে ধাক্কা লেগে শামসুল হক (৪৫) নামে একজন মৃত্যু হয়েছে। সোমবার (০১ আগস্ট) রাত্র ২.৩০ টায় উপজেলার সদর ইউনিয়নের শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি গৌরিপুর উপজেলার মইলাকান্দা গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল এর শ্বশুর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলাধীন বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রাম হতে গভীর রাত্রে ব্যাটারী চালিত মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আসতেছিলেন। শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে শামসুল’র মৃত্যু হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গভীর রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ সুরাতহাল প্রতিবেদন শেষে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com