শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে লাশ হলেন শামসুল
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় ট্রাকের পিছনে ধাক্কা লেগে শামসুল হক (৪৫) নামে একজন মৃত্যু হয়েছে। সোমবার (০১ আগস্ট) রাত্র ২.৩০ টায় উপজেলার সদর ইউনিয়নের শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি গৌরিপুর উপজেলার মইলাকান্দা গ্রামের মুক্তার উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামসুল এর শ্বশুর বাড়ি জেলার দুর্গাপুর উপজেলাধীন বাকলজোড়া ইউনিয়নের শ্রীরামখীলা গ্রাম হতে গভীর রাত্রে ব্যাটারী চালিত মোটরসাইকেল যোগে নিজ বাড়ি আসতেছিলেন। শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া নামক স্থানে দাড়িয়ে থাকা বালুবাহী ট্রাকের পিছনে ধাক্কা লেগে মাথা আঘাতপ্রাপ্ত হয়ে শামসুল’র মৃত্যু হয়।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গভীর রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশ উদ্ধার করে। পরে লাশ সুরাতহাল প্রতিবেদন শেষে আবেদনের প্রেক্ষিতে স্বজনদের হস্তান্তর করা হয়েছে।