শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখা’র পূর্বের কমিটি বৈধ এবং বহাল, জেলা সাধারণ সম্পাদক

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ , মে ২৮, ২০২১
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখা

স্টাফ রিপোর্টার : শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পূর্বধলা উপজেলা শাখা’র পূর্বের আহবায়ক কমিটি বৈধ এবং বহাল থাকিবে বলে এক জরুরী প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আল রাকিব। গত ২৬ মে, বুধবার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ জেলা শাখা’র সভাপতি এস এ শামীম ও সাধারণ সম্পাদকের স্থলে ১নং সদস্য লাক মিয়ার স্বাক্ষরিত পূর্বধলা উপজেলা আহবায়ক কমিটিকে বিলুপ্ত করে একটি নতুন কমিটি গঠন করা হয়। তাছাড়া শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ’র কেন্দ্রীয় কার্যালয়ের প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো: আসাদুল হক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ১১ মার্চ ২০২১ ইং এর পূর্বের অনুমোদিত সকল শাখা কমিটি বলবৎ থাকিবে। পরবর্তী নির্দেশনা প্রদান কোন নতুন কমিটি গঠন, পরিবর্তন, পরিবর্ধন ও কোন পূর্বের কোন কমিটি বিলুপ্ত গৃহিত হবে না।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নেত্রকোণা জেলা শাখার সকল ইউনিটে সভাপতির একক স্বাক্ষরে অনুমোদিত সকল কমিটি সাংগঠনিক নিংম বহির্ভূত ও অবৈধ যা সম্পর্কে আমি সৈয়দ আল রাকিব, সাধারণ সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, নেত্রকোণা জেলা শাখা অবগত নই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নামে এই সংগঠন, যা নিয়ে এনরূপ কর্যকলাপ হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একক স্বাক্ষরে অনুমোদিত সকল কমিটি অবৈধ ও নিয়ম বহির্ভূত। ৩০/০৭/২০১৯ ইং সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে একমাত্র অনুমোদিত কমিটি হল পূর্বধলা থানা কমিটি যা বৈধ এবং বহাল থাকিবে।

এ ব্যাপারে পূর্বধলা শাখার আহবায়ক শাহীনুল ইসলাম শাহীন বলেন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ একটি সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন। যা সমাজে সততা, শিক্ষা, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় পূর্বধলা উপজেলা কমিটি সুশৃঙ্খল ভাবে উপজেলার প্রতিটি ইউনিয়নে কমিটি প্রদান করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের নাম স্মরণের সহিত প্রজ্জলিত রাখছে। গত ২৬ মে, বুধবার আমাকে না জানিয়ে কোন প্রকার সম্মেলন ব্যতীরেকে আহবায়ক কমিটি বিলুপ্ত করে পূর্বধলা উপজেলায় একটি অবৈধ কমিটি প্রকাশ করেছে। এহেনও এই কর্মকান্ডের প্রতি তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com