শীতার্তদের পাশে সামাজিক সংগঠন `রেসকিউ’


রাশেদুল ইসলাম, জামালপুর : জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার অন্তর্গত ২নং পোগলদিঘা ও ৩নং ডোয়াইল ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেসকিউ এর উদ্দ্যোগে তারাকান্দি,চরপাড়া ,চরপোগলদিঘা ,গেন্দারপাড়া , মাজালিয়া ,দামোদরপুর ,বয়ড়া, জোরবাড়ী, রঘুনাথপুর ,রাজনাথপুর সহ ৩৪২ টি পরিবারের মাঝে শীতবস্ত্র ,(কম্বল) বিতরণ করা হয় ।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “রেসকিউ” এর মহাসচিব মোশারফ হোসেন ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “ রেসকিউ” এর চেয়ারম্যান এনামুল হাসান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তি যোদ্ধা আলহাজ ফজলুল হক ,। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ সমাজ সেবক জাকির হোসেন (জুয়েল) জনপ্রতিনিধি ঠান্ডা মেম্বার ,উপস্থিত ছিলেন “রেসকিউ” এর পরিচালক ,হারুন অর রশিদ , ছানোয়ার হোসেন ও ,ফরিদ মিয়া ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “রেসকিউ” তারাকান্দি শাখার ম্যানেজার গোলাম মোস্তফা ,উপস্থিত ছিলেন সরিষাবাড়ী ,উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা মোখলেছুর রহমান লাভলু , ও শাহাদত হোসেন । উপস্থিত ছিলেন “দৈনিক জামালপুর সংবাদ ২৪ .কম পত্রিকার সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জামালপুর জেলার সিনিয়র রিপোর্টার রাশেদুল ইসলাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
সামাজিক সংগঠন “রেসকিউ”দীর্ঘদিন যাবৎ সমাজের দরিদ্র জনগণের পাশে থেকে স্বাস্থ্য সেবা,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ,বয়স্ক ,ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা প্রদান , বাল্য বিবাহ প্রতিরোধ,মাদক বিরোধী কার্যক্রম ,কৃষকদের মাঝে কৃষি উপকরণ ,বিভিন্ন জাতের উন্নত বীজ, কীটনাশক ,কীটনাশক ছিটানোর মেশিন বিতরণ, বৃক্ষরোপন,অভিযান বন্যাত্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ,সদ্য ভুমিষ্ঠ শিশুদের মাঝে শুভেচ্ছা উপহার ,সামগ্রী ও পুষ্ঠিকর খাবার বিতরণ ,সহ বিভিন্ন সহযোগিতা মুলক ও সেবামুলক কাজ করে যাচ্ছে ।
রেসকিউ সামাজিক সংগঠনটি কৃষি কাজের উপর প্রশিক্ষণ দিয়ে কৃষিক্ষেত্রে গুরুত্বপুর্ণভুমিকা পালন করে যাচ্ছে ।
এলাকার বেকার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ,যেমন কম্পিউটার ট্রেনিং ,সেলাই প্রশিক্ষণ ,মৎস চাষ ও ,কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের দক্ষ ও স্বালম্বী করে গড়ে তোলা ও প্রশিক্ষণ পরবর্তী অর্থনৈতিক ভাবে সহযোতিার ব্যবস্থা করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সামাজিক সংগঠন রেসকিউ “এর মাধ্যমে ।
সামাজিক সংগঠন “রেসকিউ এর চেয়ারম্যান এনামুল হাসান প্রতিনিধিকে জানান ,রেসকিউ সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার বেকার জনগোষ্ঠিকে বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করাই সামাজিক সংগঠন “রেসকিউ এর মুখ্য উদ্দেশ্য ।