‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী আটক, মুক্তির দাবিতে সাংবাদিক সম্মেলন
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়েছে।
বুধবার (৭ এপ্রিল) রাত ২.৩০ মিনিটে নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা গ্রামে নিজ বাড়ি থেকে বসতঘরের দরজা ভেঙ্গে তাকে আটক করে র্যাব। আটককৃত রফিকুল ইসলাম ওই গ্রামের সাহাব উদ্দিনের ছেলে। তারা ৫ ভাই ও বোন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম র্যাব হেফাজতে রয়েছে।
এর আগে গত ২৫ মার্চ রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ছাত্র ও যুব অধিকার পরিষদের মোদিবিরোধী মিছিল থেকে ‘শিশু বক্তা’ রফিকুল ইসলামকে পুলিশি হেফাজতে নিয়েছিল। পরে আবার ছেড়ে দেওয়া হয়। পরিবারের পক্ষ থেকে তার বড়ভাই রমজান রফিকুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ ৩.৩০ মিনেটে নেত্রকোনা জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে।