শরিয়তপুরে নড়িয়ায় পিআইও’র উপর হামলার ঘটনায় পূর্বধলাতে নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি
মো. আল মুনসুর : শরিয়তপুরের নড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হাসানের উপর দুষ্কৃতীকারীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নেত্রকোনার পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়। মঙ্গলবার (৬ জুলাই) বাংলাদেশ প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি নেত্রকোনা জেলা শাখার ব্যানারে তারা নিন্দা ও প্রতিবাদ কর্মসূচি এবং কালো ব্যাজ ধারণ করে ৩ দিনের শোক পালন করছেন। অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি’র নেত্রকোনা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের নেতৃত্বে কর্মসূচিতে তার কার্যালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারিগণ অংশ নেন। এ সময় তারা বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রীর অঙ্গিকার ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মাণাধীন ঘর পরিদর্শনকালে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার (২ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে শরীয়তপুরের নড়িয়ার পাচক গ্রামে উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহাদী হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্প পরিদর্শনকালে স্থানীয় কতিপয় ভূমিদস্যুরা রামদা, বল্লব, ছেন, বাঁশের লাঠি নিয়ে অতর্কিতভাবে হামলা চালায়।এ সময় হামলায় পিআইও মো. আহাদী হাসান, উপ-সহকারী প্রকৌশলী সোহেল হোসেন ও সুপারভাইজার মো. রাসেল আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে নড়িয়া উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।