পূর্বধলায় সড়কে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিলেন সাংসদ আহমদ হোসেন

প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ , জানুয়ারি ১৩, ২০২৪

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নির্বাচিত হয়েই চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য আহমদ হোসেন। শপথ নেওয়ার পর বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নিজে অফিসার ইন-চার্জকে ফোনে এ নির্দেশ দেন আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ হোসেন। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম ।

জানা গেছে, পূর্বধলার প্রায় ১ শতাধিক স্ট্যান্ডে বিগত ১০ বছর ধরে সাবেক সংসদ সদস্যের নাম ভাঙিয়ে ইজারার নামে লাখ লাখ টাকা চাঁদা আদায় করতো।

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে আহমদ হোসেন ঘোষণা দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে নেত্রকোণা-৫ পূর্বধলা উপজেলার সকল প্রকার চাঁদা আদায় বন্ধ করা হবে। তিনি নির্বাচিত হওয়ার পর বুধবার সকালে শপথ নেন। এরপর পূর্বধলার সকল প্রকার স্ট্যান্ডে অটোরিক্সা, পিকআপ ভ্যানে জিপির নামে চাঁদা আদায় বন্ধের ঘোষণা দেন।

স্থানীয় কয়েকজন জানায়, স্ট্যান্ডের চাঁদাবাজির কারণে অনেকটাই অতিষ্ঠ ছিল খেটে খাওয়া ক্ষুদ্র যানবাহনের চালক এবং তাদের পরিবারের সদস্যরা। এদিকে চাঁদার কারণে বেড়ে যায় ভাড়াও। তাই যাত্রী ও চালক উভয়েই ছিলেন বিপাকে।

স্থানীয় চালকরা বলেন, ‘দৈনিক, মাসিক ও বার্ষিক বিভিন্ন হারে আমাদের কাছ থেকে চাঁদা আদায় করতো। বিচার দেওয়ার জায়গাও ছিল না। প্রতিবাদ করলে মারধর করতো। আজ থেকে কোন জিপি নেওয়া হবে না। বিষয়টি এখন ভালো লাগছে।

এ বিষয়ে জানতে নবনির্বাচিত সংসদ সদস্য আহমদ হোসেন সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি পূর্বধলার মানুষকে নির্বাচনের আগে কথা দিয়েছিলাম কোনও চাঁদাবাজি সন্ত্রাসি কর্মকান্ড করার সুযোগ দেওয়া হবে না। পূর্বধলায় সন্ত্রাসি চাঁদাবাজি থাকবে না, আমি ইতিমধ্যে ওসিকে নির্দেশ দিয়েছি। পূর্বধলার মানুষ আমার প্রতি যে বিশ্বাস রেখেছে আমি সেটা পূরণ করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।’

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com