শত্রুতার জেরে আগাছা নাশক দিয়ে ধানক্ষেত পুড়ানোর অভিযোগ
পূর্বধলা প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামকোনা গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র আব্দুল লতিব, মৃত ওয়াহেদ আলী সরকারের পুত্র আব্দুর রশিদ এবং সাদত আলীর পুত্র কাজিম উদ্দিন নামের ৩ কৃষকের ধানখেতে অতিরিক্ত মাত্রায় আগাছা নাশক দিয়ে ধানক্ষেত পুড়িয়ে ব্যাপক ক্ষতি করার অভিযোগ উঠেছে । এতে তাঁর প্রায় ৮০ শতক জমির ধানগাছ পুড়ে বিবর্ণ হয়ে গেছে।
ওই কৃষকগণ এ বিষয়টি গত সোমবার পূর্বধলা থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।
আঃ লতিফ জানান, ওই জমি চাষ করে সংসার চালিয়ে আসছেন। বোরো মৌসুমে তিনি ওই জমিতে ধান চাষ করেন। গত শনিবার জমিতে গিয়ে দেখেন সব ধান পুড়ে হলুদ হয়ে গেছে। খবর পেয়ে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সামসুল আলম উজ্জল ও উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম ওই জমি পরিদর্শন করেন।
আঃ লতিফ অভিযোগ করেন, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষ রাতের অন্ধকারে তাঁর জমিতে অতিরিক্ত মাত্রায় ঔষধ ছিটানোর কারণে ধানগাছ পুড়ে গেছে পাকাধান নষ্ট করেছে। এতে তাঁর প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
পূর্বধলা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, ওই কৃষকদের ব্রি- ধান ২৮ জাতের বিভিন্ন ক্ষেতে ৬০-৮০ শতক ফসলি জমিতে অতিরিক্ত মাত্রায় আগাছা নাশক ছিটানোর কারণে ধানগাছ পুড়ে বিবর্ণ হয়ে গেছে।