রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন
আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে আগামীকালকের মধ্যে নিঃশর্ত মুক্তি ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দূর্নীতিবাজদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নেত্রকোণায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
গতকাল দুপুরে জেলা শহরের মুক্তারপাড়াস্থ প্রেসক্লাবের সামনের সড়কে জেলা প্রেসক্লাব ও নেত্রকোণা সাংবাদিক সমাজ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নেত্রকোণা জেলা প্রেসক্লাব সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান, জনউদ্যোগ নেত্রকোণার সম্মানিত ফেলো শ্যামলেন্দু পাল, সাংবাদিক দেলোয়ার খান, যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহ, ভজন দাস, কামাল হোসেন, সঞ্জয় সরকার, প্রথম আলোর জেলা প্রতিনিধি পল্লব চক্রবর্তী, আলপনা বেগম সহ আরও অনেকে।
এসময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিকবৃন্দ মানববন্ধন শেষে শহরের প্রধান সড়কে ৫ মিনিট অবস্থান কর্মসূচী পালন করেন।