রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার হলেন শাহজাহান মিয়া

প্রকাশিত: ২:০৯ পূর্বাহ্ণ , মে ১৭, ২০২১
পদায়ন হয়ে রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার হলেন শাহজাহান মিয়া

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলা পুলিশের স্বণামধন্য পুলিশ অফিসার মোহাম্মদ শাহজাহান মিয়াকে (বিপি-৭৬০৮১২১৫৬৮) পদায়ন করে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার হিসেবে বদলী করা হয়েছে। আজ ১৬ মে (রোববার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের স্মারক নং-৪৪.০০.০০০০.০৯৪.১৯.০৩৬.২০.৩৮০ মূলে তাকে পদায়ন করা হয়। এর আগে ২ মে রোববার রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাকে পদোন্নতির প্রজ্ঞাপন হয়।

মোহাম্মদ শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ময়মনসিংহবাসীর প্রতি কৃতজ্ঞ। দীর্ঘদিন তাদের পাশে ছিলাম। রাজশাহী রেঞ্জে বদলী হয়েও আমি ময়মনসিংহকে ভুলতে পারবনা। ময়মনসিংহ থেকেই চাকুরি জীবনের কাঙ্খিত লক্ষ্যে পৌছতে পেরেছি। ময়মনসিংহের প্রতি সবসময়ই আলাদা একটা টান থাকবে। আমি যাতে মানুষের সেবায় ও মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে পারি সেজন্য ময়মনসিংহবাসীসহ দেশবাসীর কাছে দোয়া চাই।

উল্লেখ্য, মোহাম্মদ শাহজাহান মিয়া ময়মনসিংহে যোগদানের পর থেকেই জেলার সার্বিক আইনশৃঙ্খলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, কমিউনিটি পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে বেগবান ও শক্তিশালী করার পাশাপাশি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতিতে ভূমিকা পালন করেন।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com