মোহনগঞ্জে চেয়ারম্যানের লোকজনের ওপর হামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: ১২:৪৫ অপরাহ্ণ , মে ৪, ২০২৩

বিশেষ প্রতিনিধি: এলাকায় আধিপত্ব বিস্তারকে কেন্দ্র করে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী বানিয়াহারী ইউপি চেয়ারম্যানের লোকজনের ওপর দফায় দফায় হামলা চালিয়ে হত্যার চেষ্টা করছে প্রতিপক্ষ। এ ঘটনায় মোহনগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে। পুলিশ একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদার সাংবাদিকদের বিষয়টি জানান। অভিযোগে জানা গেছে, জেলার মোহনগঞ্জের বড়তলী বানিয়াহারী ইউনিয়নের কলুংকা গ্রামের ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদারের সাথে একই গ্রামের রায়হান সিদ্দিকী ফারুক ও জাহাঙ্গীর খাঁর এলাকায় আধিপত্ব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সোহাগ তালুকদারের সাথে একই গ্রামের রায়হান সিদ্দিকী ফারুক প্রতিদ্বন্ধীতা করেন।

নির্বাচনে রায়হান সিদ্দিী ফারুক হেরে যান। পরাজিত হওয়ার পর থেকে রায়হান সিদ্দিকী ও তার লোকজন সোহাগ তালুকদারের লোকজনের ওপর কয়েক দফা হামলা চালায়। গত ৪ ও ৫ এপ্রিল রায়হান সিদ্দিকী, জাহাঙ্গীর খাঁর নেতৃত্বে ৩০- ৪০জন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে এমদাদ খান, জুলহাস মিয়া, রোকন মিয়া, তরিক মিয়া ফকির, মো. নূরু ফকির, আজিল হক, ইঞ্জিল মিয়া, মানিক মিয়া, বকুল খা, মনসুর খাঁ গুরুতর আহত হয়। আহতদের মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় তারিক মিয়া ফকির বাদী হয়ে ১১ এপ্রিল রায়হান সিদ্দিকী ফারুক, জাহাঙ্গীর খাঁসহ অন্তত ৪০জনের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় মামলা করেন। পরে গত ১৯ এপ্রিল মোহনগঞ্জ বাজারে সোহাগ তালুকদারের চাচাত ভাই মাসুদ মিয়া, আপেল মিয়া তার (চেয়ারম্যান) ছেলে রাহিমকে নিয়ে ঈদের বাজার করতে মোহনগঞ্জ বাজারে গেলে ফের জাহাঙ্গীর খাঁ, ভাড়াটিয়া সাফিন পাঠান ওরফে অংকনসহ অজ্ঞাত ৫-৬জন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা মাসুদ মিয়াকে পিটে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে। এতে মাসুদ মিয়া গুরুতর আহত হন। তাকে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় মাসুদ মিয়ার ভাই আরশাদ বাদী হয়ে ওই দিনই মোহনগঞ্জ থানায় মামলা করেন। পুলিশ মামলার আসামি সাফিন পাঠান ওরফে অংকনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্য করাগারে পাঠায়।

রায়হান সিদ্দিকী ফারুক বলেন, আমার লোকজন চেয়ারম্যানের লোকজনের ওপর হামলা করেনি। চেয়ারম্যানের ভাই পুলিশে চাকুরি করে অনেক টাকার মালিক হয়েছে। তাদের হামলার নাটক সাজিয়ে আমাকে ও আমার লোকজনকে হয়রানী করার চেষ্টা করছে। চেয়ারম্যান সোহাগ ও তার লোকজন এলাকার নিরীহ মানুষকে নানাভাবে হয়রানী করছে। বড়তলী বানিয়াহারী ইউপি সদস্য রাকিব হাসান খান বলেন, রায়হান সিদ্দিকী ফারুক ও জাহাঙ্গীর খাঁর সব সময় এলাকায় দাঙ্গা হাঙ্গামা বাধিয়ে রাখে। ওরা পারেনা এমন কোন কাজ নেই। অহেতুক চেয়ারম্যানের লোকজনকে মেরে আহত করেছে। আমরা বিষয়টি সুষ্ঠু বিচার দাবি করছি।

ইউপি চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, রায়হান সিদ্দিকী ফারুক নির্বাচনে হেরে গিয়ে বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় সময়ই আমার লোকজনকে মারধর করছে। জাহাঙ্গীর খাঁও তার সাথে আছে। ওরা আমার চাচা ও ভাই এবং চাচাত ভাইকে হত্যার চেষ্টা করছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। চেয়ারম্যানের লোকজনের ওপর হামলার অভিযোগে মামলায় একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রিপোর্ট

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com