মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি, এলাকাবাসীর বিক্ষোভ


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় দুদু মিয়া (৫৫) নামে ধানকাটা শ্রমিক হত্যার ঘটনায় মামলা তুলে নিতে বাদী বিল্লাল (২১) কে ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদর্শন করার অভিযোগ উঠেছে বিবাদী নাজিম উদ্দিন (৪২) গংদের বিরুদ্ধে। নাজিম উদ্দিন উপজেলার ঘাগড়া ইউনিয়নের সানকিডুয়ারী গ্রামের ছমেদ আলীর ছেলে এবং বিল্লাল ওই সানকিডুয়ারী গ্রামের নিহত দুদু মিয়া’র ছেলে। এঘটনায় গতকাল (২৩ এপ্রিল) রবিবার বিকেলে নিহতের পরিবার ও গ্রামবাসী মামলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে হত্যার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।
স্থানীয়রা ও মামলার বরাত দিয়ে জানা গেছে, ধানকাটা মুজুরি নিয়ে তর্কে গত বুধবার (১৯এপ্রিল) ১০ টার দিকে সানকীডোয়ারী গ্রামের দুদু মিয়া (৫৫) কে নাজিম উদ্দিন (৪২) গংসহ ২০/২৫ জন দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে বেআইনী ভাবে বাড়িতে অনধিকার প্রবেশ করে সন্ত্রসী কায়দায় তুলে নিয়ে বাড়ি পাশে মসজিদের আঙ্গিনায় এনে মারপিট করে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। দুদু মিয়া আহত হলে প্রথমে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় পরে বৃহস্পতিবার (২০এপ্রিল) সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুদু মিয়া (৫৫) মারা যান। এঘটনায় নিহত দুদু মিয়ার ছেলে বিল্লাল (২১) বাদী হয়ে পূর্বধলা থানায় দায়ের করা লিখিত অভিযোগের প্রক্ষিতে একটি নিয়মতি মামলা রুজু করা হয়েছে। মামলা তুলে নিতে বাদী ও তার পরিবারকে হত্যার হুমকি প্রদর্শন করে আসছে বিবাদী পক্ষের লোকজন। এতে গ্রামবাসী মামলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং প্রধানমন্ত্রীর কাছে বিচার চেয়ে হত্যার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, দুদু মিয়া হত্যার ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মামলা তুলে নিতে বাদী পক্ষকে হুমকি বিষয়ে শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দিতে পুলিশের পক্ষ হতে সব রকম ব্যবসা নেওয়া হবে।