মহান বিজয় দিবসে পূর্বধলা উপজেলা বিএনপি’র শ্রদ্ধাঞ্জলি


নিজস্ব সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সূর্য উদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা কর্তৃক আয়োজিত পবিত্র আল-কোরআন তেলাওয়াত, দুরুদ ও দোয়া পাঠে অংশ নেন।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মো. আশরাফ উদ্দিন তালুকদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাকিল হায়াত খান বাদশা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোলায়মান কবির পাপ্পু প্রমুখ। এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।