মসজিদে মসজিদে দোয়া মাহফিল
আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার জনপ্রিয় মেয়র, আ‘লীগ নেতা, দানবীর মো. আলা উদ্দিন আলাল (৫৪) এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন মসজিদে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জি‘র আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ঢাকায় বাংলাদেশ স্পোশালাইজড হাসপাতালে দীর্ঘদিন চিকিৎধীন থাকার পর গত ১৯ অক্টোবর রাতে মৃত্যুবরণ করেন মেয়র আলাল। মৃত্যু কালে স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দুর্গাপুর উপজেলা ও পৌরসভার বিভিন্ন এলাকায়, মসজিদ, মন্দির, মাদরাসা, এতিমখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সবসময় সাহায্য সহযোগিতা করতেন। পৌর মেয়র মরহুম আলাউদ্দিন তিনি ভাইসচেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি‘র মামা। ওনার অকাল মৃত্যু ও তার আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন সাদ্দাম আকঞ্জি।