মদনে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ
আব্দুর রহমান, নেত্রকোণাঃ নেত্রকোণার মদনে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক পরিচালিত ২০টি স্কুলের ৬০০ শিক্ষার্থী ও ২০ জন শিক্ষিকার মাঝে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল মাস্ক, সবান ও হ্যান্ডস্যানিটাইজার। প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষিকাকে কাপড়ের তৈরী মানস্মত ২টি করে মোট ১২’শত ২০টি মাস্ক ও ২টি করে মোট ১২’শত ২০টি সাবান এবং ২০টি স্কুলে ১টি করে মোট ২০টি বড় হ্যান্ডস্যানিটাইজার দেওয়া হয়।
গতকাল বুধবার দুপুরে মদনের চানগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামে “শাহপুরপুর্ব স্বাবলম্বী উপ-আনুষ্টানিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক পরিচালিত চানগাঁও, শাহপুরপুর্ব ও পশ্চিম উপ- আনুষ্টানিক তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তাগণ উপস্থিত থেকে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। পরবর্তী কার্যদিবসে বাকি ১৭টি স্কুলে বাকি সুরক্ষা সামগ্রী বিতরন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক পরিচালিত শিক্ষা কর্মসূচির প্রকল্প পরিচালক গোলাম মোস্তাফা রেজু, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কদ্দুস, প্রকল্প সমন্নয়ক শহিদুল ইসলাম, প্রকল্প পরিদর্শক মাহাবুব আলাম, আব্দুল আওয়াল ও শিক্ষিকাগণসহ শিক্ষার্থীবৃন্দ।