মদনে শিক্ষার্থীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ , জুন ১৬, ২০২১

আব্দুর রহমান, নেত্রকোণাঃ নেত্রকোণার মদনে মহামারি করোনাভাইরাস প্রতিরোধে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক পরিচালিত ২০টি স্কুলের ৬০০ শিক্ষার্থী ও ২০ জন শিক্ষিকার মাঝে করোনা ভাইরাস সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসব সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল মাস্ক, সবান ও হ্যান্ডস্যানিটাইজার। প্রত্যেক শিক্ষার্থী ও শিক্ষিকাকে কাপড়ের তৈরী মানস্মত ২টি করে মোট ১২’শত ২০টি মাস্ক ও ২টি করে মোট ১২’শত ২০টি সাবান এবং ২০টি স্কুলে ১টি করে মোট ২০টি বড় হ্যান্ডস্যানিটাইজার দেওয়া হয়।

গতকাল বুধবার দুপুরে মদনের চানগাঁও ইউনিয়নের শাহপুর গ্রামে “শাহপুরপুর্ব স্বাবলম্বী উপ-আনুষ্টানিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক পরিচালিত চানগাঁও, শাহপুরপুর্ব ও পশ্চিম উপ- আনুষ্টানিক তিনটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্বাবলম্বী উন্নয়ন সমিতির কর্মকর্তাগণ উপস্থিত থেকে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। পরবর্তী কার্যদিবসে বাকি ১৭টি স্কুলে বাকি সুরক্ষা সামগ্রী বিতরন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন স্বাবলম্বী উন্নয়ন সমিতি কর্তৃক পরিচালিত শিক্ষা কর্মসূচির প্রকল্প পরিচালক গোলাম মোস্তাফা রেজু, প্রকল্প ব্যবস্থাপক আব্দুল কদ্দুস, প্রকল্প সমন্নয়ক শহিদুল ইসলাম, প্রকল্প পরিদর্শক মাহাবুব আলাম, আব্দুল আওয়াল ও শিক্ষিকাগণসহ শিক্ষার্থীবৃন্দ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com