ভেন্ডার প্রদীপ কুমার চন্দ আর নেই

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১২, ২০২৪

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় দলিল লিখক সমিতির ৩ বারের সাবেক সভাপতি প্রদীপ কুমার চন্দ আর নেই। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১:৩৮ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৭০ বছর। তিনি উপজেলার খলিশাউর ইউনিয়েনের কুতিউড়া গ্রামের মৃত ডা. সুনীল কুমার চন্দ’র ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, প্রদীপ কুমার চন্দ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। কিছুদিন পূর্বে ভারতের একটি হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হয়ে দেশে আসেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ নাভীতে ব্যাথা শুরু হলে বেশ কয়েকবার বমি করেন। অবস্থা অবনতি থেকে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অসংখ্যা গুণীজন রেখে যান। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দলিল লিখক সমিতির সভাপতি লুৎফুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান সহ কমিটির অন্যান্যরা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন প্রমুখ।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com