ভেন্ডার প্রদীপ কুমার চন্দ আর নেই


পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় দলিল লিখক সমিতির ৩ বারের সাবেক সভাপতি প্রদীপ কুমার চন্দ আর নেই। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত ১:৩৮ মিনিটে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে উনার বয়স ছিল ৭০ বছর। তিনি উপজেলার খলিশাউর ইউনিয়েনের কুতিউড়া গ্রামের মৃত ডা. সুনীল কুমার চন্দ’র ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রদীপ কুমার চন্দ দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ও হৃদরোগে আক্রান্ত হয়ে ভুগছিলেন। কিছুদিন পূর্বে ভারতের একটি হাসপাতাল হতে চিকিৎসা গ্রহণ করে কিছুটা সুস্থ হয়ে দেশে আসেন। বুধবার সন্ধ্যায় হঠাৎ নাভীতে ব্যাথা শুরু হলে বেশ কয়েকবার বমি করেন। অবস্থা অবনতি থেকে স্বজনরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অসংখ্যা গুণীজন রেখে যান। উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দলিল লিখক সমিতির সভাপতি লুৎফুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ মিজান সহ কমিটির অন্যান্যরা, উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ¦ বাবুল আলম তালুকদার, প্রেসক্লাবের সভাপতি জুলফিকার আলী শাহীন প্রমুখ।