ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে পূর্বধলা থানায় অভিযোগ

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ , এপ্রিল ২৫, ২০২১

পূর্বধলা প্রতিনিধি: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক বক্তব্য দিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ মানহানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র
সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গতকাল শনিবার বিকালে মাহমুদুল হাসান  রতন  নামের এক স্থানীয় সাংবাদিক ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এ অভিযোগটি দায়ের করেন।

মাহমুদুল হাসান তার দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক গত ১৪ এপ্রিল তার ফেসবুক পেজ থেকে এক ঘণ্টার লাইভে আওয়ামী লীগকে জড়িয়ে উসকানিমূলক, বিভ্রান্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন। তিনি ওই বক্তব্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের পাশাপাশি  আইনশৃঙ্খলার অবনতি ও বিক্ষোভ সৃষ্টির অপচেষ্টা করে যাচ্ছেন। তাই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান অভিযোগকারী।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ  (ওসি)  মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে
পরামর্শ নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রিয় পাঠক, আপনিও লিখতে পারেন আমাদের পোর্টালে। কোন ঘটনা, পারিপাশ্বিক অবস্থা, জনস্বার্থ, সমস্যা ও সম্ভাবনা, বিষয়-বৈচিত্র বা কারো সাফল্যের গল্প, কবিতা,উপন্যাস, ছবি, আঁকাআঁকি, মতামত, উপ-সম্পাদকীয়, দর্শনীয় স্থান, প্রিয় ব্যক্তিত্বকে নিয়ে ফিচার, হাসির, মজার কিংবা মন খারাপ করা যেকোনো অভিজ্ঞতা লিখে পাঠান সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে। পাঠাতে পারেন ছবিও। মনে রাখবেন দৈনিক প্রতিবাদ.কম পোর্টালটি সকল শ্রেণী পেশার মানুষের জন‌্য উন্মুক্ত। তাছাড়া, স্বভাবতই আপনি নানান ঘটনার স্বাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবর অথবা লেখা মান সম্পন্ন এবং বস্তুনিষ্ঠ হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে। লেখা পাঠানোর ইমেইল- dailypratibad@gmail.com