বিয়ের ৩দিন পর বর’র ফাঁসিতে ঝুলে মৃত্যু


পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বিয়ের ৩ দিনের মাথায় বর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। সে উপজেলার হোগলা ইউনিয়নের চিলাইগাতী গ্রামের হাছেন আলী (হাচু মিয়া)’র পুত্র। তার নাম আবু রায়হান (২৪)। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিনগত রাতে উপজেলার চিলাইগাতী ও পাগলাকান্দা খালের পাড়ে। এ ঘটনা কারন জানতে না পেরে পরিবারের লোকজন হতভম্ব হয়ে পড়েছেন।
স্বজনদের সাথে কথা বলে জানা গেছে আবু রায়হান ঢাকায় একটি পোষাক কারখানায় কাজ করতেন। সম্প্রতি বিয়ের জন্য বাড়ীতে আসলে গত শনিবার তার মামাত বোন উপজেলার ঘাগড়া ইউনিয়নের লেটিকান্দা গ্রামের মাও: মাহবুবুর রহমানের মেয়ে জাকিয়া আক্তারের সাথে পরিবারের সম্মতিক্রমে তার বিয়ে হয়। বিয়ের পর শশুরবাড়ীতে ফিরতি বেড়াতে যাওয়ার জন্য কেনা-কাটা করার কথা বলে গত মঙ্গলবার পূর্বধলা বাজারে আসেন। সেখানে রাত ৯টার দিকে তার সাথে মোবাইলে শেষ কথা হলে পরে তার মোবাইল বন্ধ পাওয়া যায় এবং সারারাত বাড়ী ফেরেননি।
পরবর্তীতে আজ বুধবার ভোরে চিলাইগাতি ও পাগলাকান্দা খালের পাড়ে রেইন্ট্রি গাছে তার মরদেহ ফাঁসিতে ঝুলতে দেখে পরিবারের লোকজনদের খবর দেয় প্রতিবেশি। পরে খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এই বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, আত্মহত্যার কারন জানা যায়নি। লাশ উদ্ধার করে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।