বিনম্র শ্রদ্ধায় নেত্রকোণায় জাতীয় শোক দিবস পালিত
আব্দুর রহমান, নেত্রকোণা প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর ভালবাসা আর বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে নেত্রকোণায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, বেসরকারী, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, সকাল ৯টায় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জেলা প্রশাসক কাজী মোঃ আবদুর রহমান জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুন্সি, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায়ের নেতৃত্বে জেলা পরিষদ, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খানের নেতৃত্বে নেত্রকোণা পৌরসভা,
সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানের নেতৃত্বে উপজেলা পরিষদ, নেত্রকোণা জেল প্রেসক্লাব, বাংলাদেশ আওয়ামীলীগ জেলা শাখা, জেলা মহিলা আওয়ামীগের, সভাপতি মোঃ মারুফ হাসান অভ্র নেতৃতে জেলা স্বেচ্ছাসেবক্ব লীগে রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন (আর জে ত্রফ) পুস্পস্তবক অর্পণ করেণ। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন দপ্তরের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় মুক্তারপাড়া পাবলিক হলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের নিজ নিজ উদ্যোগে শ্রদ্ধা নিবেদন সহ শোক দিবসের আলোচনা অনুষ্ঠিত হয়। আটপাড়া উপজেলা তেলীগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ কোরান খানি, মিলাদ মাহফিল ও দলীয় কার্যালয় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও বিভিন্ন মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।