বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি: নেত্রকোণার দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে রুবেল পালোয়ান (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় দুর্গাপুর থানাধীন বাদুয়া শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল পালোয়ান ওই বাদুয়া শ্রীপুর গ্রামের মৃত নছর আলী’র ছেলে।
সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রুবেল পালোয়ান ঘর নির্মান করার জন্য বাড়ীতে ইট নিয়ে আসে। উক্ত ইট রান্না ঘরে রাখার সময় ঘরের টিনের সাথে বিদ্যুতের তার ছিরে ঘর বিদ্যুতায়িত হয়ে পরায় রুবেল পালোয়ান ঘরের টিনের বেড়ার সাথে বিদ্যুৎস্পৃষ্ট হইলে তাহার নিকট আত্মীয় স্বজন প্রথমে জারিয়া বাজার এবং পরে পূর্বধলা উপজেলা হাসপাতালে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক রুবেল পালোয়ানকে মৃত ঘোষনা করেন।
পূর্বধলা থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ সংবাদ পাইয়া উপজেলা হাসপাতালে গিয়ে মৃত ব্যক্তির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।